চিরন্তন আশা আর স্বপ্নে বিভোর মানুষের সদাব্যস্ত শহর ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। আধুনিকতার ছোঁয়া লাগা এই মেগাসিটিতে পুরো দেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ছুটে আসছে নতুন ভবিষ্যতের আশায়। কিন্তু এখানে পৌঁছে এ মানুষগুলো শহরের ভিন্ন চেহারা খুঁজে পায়। দুঃসহ ট্র্যাফিক জ্যাম, গণপরিবহন সমস্যা, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, অপর্যাপ্ত গৃহায়ন ব্যবস্থা, পরিবেশ দূষণ সহ অগণিত জটিল চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে এ শহর।
এখন তরুণদের দায়িত্ব তাদের মেধা এবং বুদ্ধিমত্তা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা। কেননা, তরুণরা অধিকার আদায়ে অটল, অসহায়ের জন্য সহানুভূতিশীল, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিচল। সমস্যা যত অলঙ্ঘ্যই হোক না কেন, তরুণদেরই তো এগিয়ে আসতে হবে। তরুণদের অদম্য চেতনাই একটি নতুন ও নির্ঝঞ্ঝাট ঢাকা গড়ে তোলায় আশার আলো জ্বালায়, যে ঢাকা হবে সকলের।
অদম্য ঢাকা হলো নানাবিধ সামাজিক সমস্যা নিয়ে কাজ করার জন্য একটি নিরপেক্ষ মুভমেন্ট যা তরুণদের ঘিরেই সৃষ্টি হয়েছে।